বগুড়া সদর উপজেলা
সাবগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল হকের সুস্থতা কামনায় দোয়া
বগুড়া সদরের সাবগ্রাম কুদরতিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল হক সরকারের সুস্থতা কামনা করে দোয়া করা হয়েছে।
অত্র বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘উদ্যোগের আয়োজনে রোববার বিকেলে বাদ আসর সাবগ্রামে বিদ্যালয়ের পাশে অবস্থিত মসজিদে সুস্থতা কামনা করে দোয়া দোয়া করা হয়।
উদ্যোগ আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সাবগ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান ফরিদ উদ্দিন সরকার, জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক ও উদ্যোগ’র সদস্য মুকুল ইসলাম, জিম, নাবিল, সজীব, নিরব সহ উদ্যোগ’র সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রধান শিক্ষক ফজলুল হক সরকার অসুস্থ অবস্থায় বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। তার দ্রæত রোগমুক্তি কামনা করে ও করোনা ভাইরাস থেকে সারা পৃথিবীর মানুষের মুক্তি কামনা করে দোয়া করা হয়।