খেলাধুলা

ইকার্দির জোড়া গোলে পিএসজি’র জয়, পিএসজি ২-০ রাইমস

ফ্রেঞ্চ লিগ ওয়ানে মৌসুমের তৃতীয় জয় তুলে নিয়েছে পিএসজি। মাউরো ইকার্দির জোড়া গোল রাইমসকে ২-০ গোলের ব্যবধানে হারিয়ে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি। ইকার্দির জোড়া গোলের যোগানদাতা কিলিয়ান এমবাপে। এই জয়ে লিগ টেবিলের সাতে উঠে এসেছে নেইমাররা।

ফ্রেঞ্চ চ্যাম্পিয়নদের হয়ে দুটি গোলই করেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড মাউরো ইকার্দি। আর দুটি গোলেরই যোগানদাতা ফ্রেঞ্চ তারকা কিলিয়ান এমবাপে। ম্যাচের ৯ মিনিটের মাথায় রাইমসের ডি বক্সে ইকার্দিকে উদ্দেশ করে থ্রু বল দেন এমবাপে। আর ডি বক্সে বল পেয়ে ঠান্ডা মাথায় দুর্দান্ত ফিনিশে বল জালে জড়িয়ে দলকে এগিয়ে নেন ইকার্দি। এরপর ডি মারিয়া এবং নেইমার দুর্দান্ত ড্রিবল করে বেশ কয়েকটি গোলের সুযোগ তৈরি করলেও দেখা মিলছিল না বহু আকঙ্খিত গোলের। আর এভাবেই ১-০ গোলের ব্যবধানে এগিয়ে থেকেই শেষ হয় ম্যাচের প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধে গোলের জন্য এমবাপের দ্বিতীয় অ্যাসিস্ট থেকে নিজের দ্বিতীয় গোল করেন ইকার্দি। আর পিএসজিকে ২-০ গোলের ব্যবধানে এগিয়ে নেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button