বগুড়ায় বাংলার মুখের আয়োজনে শেখ হাসিনার জন্মদিন পালন
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন উপলক্ষে বগুড়ায় বাংলার মুখ, বগুড়া জেলা শাখার আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৮ সেপ্টেম্বর সোমবার দুপুরে আওয়ামী লীগ কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের জেলার সভাপতি হাসিবুল হাসান মুনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি টি জামান নিকেতা।
জেলার সাধারণ সম্পাদক আব্দুল আউয়ালের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাগর কুমার রায়, আসাদুর রহমান দুলু, সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং বাংলার মুখ জেলা কমিটির প্রধান উপদেষ্টা সুলতান মাহমুদ খান রনি, জেলা আওয়ামী লীগের সাবেক উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক আল রাজি জুয়েল, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাফুজুল ইসলাম রাজ প্রমুখ।
শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।