বগুড়ায় জেলা পুলিশের টেলিকম শাখা পরিদর্শনে অতিরিক্ত আইজিপি ইকবাল বাহার
বগুড়া জেলা পুলিশের টেলিকম শাখা পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশ টেলিকমের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি ইকবাল বাহার বিপিএম বার পিপিএম।
মঙ্গলবার সকালে উক্ত পরিদর্শনে বগুড়া জেলা পুলিশের সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্টিও প্রকাশ করেছেন তিনি সেই সাথে ভবিষ্যতের জন্যে বিভিন্ন নির্দেশনাও প্রদান করেছেন এই কর্মকর্তা।
এর আগে সোমবার রাতে বগুড়া পুলিশ লাইন্সে ফুলের শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদানের মাধ্যমে জেলা পুলিশের পক্ষে তাকে বগুড়ায় স্বাগত জানান জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপিএম (বার)। এসময় জেলা পুলিশের পক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার যথাক্রমে আলী হায়দার চৌধুরী (প্রশাসন), আব্দুর রশিদ (অপরাধ), রফিকুল আলম (ইন-সার্ভিস) এবং সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী।
জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র সনাতন চক্রবর্তী জানান, বাংলাদেশ পুলিশের পক্ষে টেলিকম শাখার নিয়মিত পরিদর্শনে বগুড়া সফরে এসেছিলেন অতিরিক্ত আইজিপি ইকবাল বাহার যিনি সোমবার রাতে এসে মঙ্গলবার পরিদর্শন পরবর্তী সকালে সাড়ে এগারোটায় আবার নওগাঁর উদ্দেশ্যে বগুড়া ত্যাগ করেন।
উল্লেখ্য, ইকবাল বাহার বিপিএম বার পিপিএম দীর্ঘদিন রাজশাহী রেঞ্জে সুনামের সাথে ডিআইজি পদে দায়িত্ব পালন করেছেন।