খেলাধুলা
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের চূড়ান্ত সূচি প্রকাশ
নিউজিল্যান্ডের বিপক্ষে স্থগিত হয়ে থাকা সিরিজটির সূচি চূড়ান্ত হয়েছে। আগামী মার্চে নিউজিল্যান্ডে গিয়ে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ দল।
আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সূচি প্রকাশ করেছ ক্রিকেট নিউজিল্যান্ড (এনজেডসি)। তাতে বাংলাদেশের পাশাপাশি পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়া সিরিজের দিনক্ষণও জানিয়ে দিয়েছে এনজেডসি।
সূচি অনুযায়ী ওডিআই দিয়ে শুরু হবে নিউজিল্যান্ড-বাংলাদেশ সিরিজ। ১৩ মার্চ প্রথম ওয়ানডে খেলবে দু’দল। ওয়ানডে সিরিজের পরের দুই ম্যাচ যথাক্রমে ১৭ ও ২০ মার্চ।
টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে ২৩ মার্চ, দ্বিতীয় টি-টোয়েন্টি হবে ২৬ মার্চ, ২৮ মার্চ হবে শেষ টি-টোয়েন্টি।