বিনোদন

বাসর ঘরে স্বামীকে ‘লাল কার্ড’ দেখালেন রিক্তা

ছোটপর্দার দর্শকপ্রিয় অভিনয়শিল্পী আ খ ম হাসান ও ফারজানা রিক্তা। বর্তমানে দুজনই একক ও ধারাবাহিক নাটকের শুটিং নিয়ে ব্যস্ত আছেন। তারই ধারাবাহিকতায় জুটি হয়ে একটি একক নাটকে কাজ করেছেন। নাম ‘লাল কার্ড’।

সম্প্রতি পূবাইলের বিভিন্ন লোকেশনে নাটকটির চিত্রায়ন হয়েছে। এখানে স্বামী ও স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন আখম হাসান ও ফারজানা রিক্তা। এতে আরও অভিনয় করেছেন নির্মাতা জুয়েল হাসান, শেলী আহসান, রাজা প্রমুখ।

ফারজানা রিক্তা বলেন, নাটকের গল্পটি চমৎকার। হাস্যরসে ভরপুর। স্বাস্থ্যবিধি মেনে আমরা শুটিং করেছি। দর্শক নাটকটি দেখে মজা পাবে। জানা গেছে, খুব শীঘ্রই নাটকটি একটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে।

নাটকের গল্পে দেখা যাবে, বিয়ের প্রথম রাত অর্থাৎ বাসর রাতেই স্বামীকে লালকার্ড দেখালেন নীলা। এতে ভীত সন্ত্রস্তহয়ে পড়েন স্বামী। শুধু তাই নয়, নববধু নীলা বটি নিয়ে ধাওয়া করে বাসরঘর থেকে স্বামীকে বের করে দেয়। সারারাত ঘরের বাইরে দাঁড়িয়ে থাকে সবুজ। মাকে ডাক দেওয়ার কোন সুযোগ নেই কারণ এটি অমতের বিয়ে। এমন ঘটনাকে কেন্দ্র করেই সম্প্রতি নির্মিত হয়েছে নাটক ‘লাল কার্ড’। এনডি আকাশের রচনায় এটি পরিচালনা করেছেন জুয়েল হাসান।

এই বিভাগের অন্য খবর

Back to top button