হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ নেতা কল্যাণ প্রসাদের মায়ের পরলোকগমন
বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ বগুড়া জেলা শাখার সাবেক সভাপতি ও দুপচাঁচিয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান কল্যাণ প্রসাদ পোদ্দারের মাতা আচুকী দেবী পোদ্দার সোমবার দিবাগত রাতে রংপুরে একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় পরলোকগমন করেছেন (দিব্যান লোকান স্বগচ্ছু:)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০২ বছর। তাঁর অন্ত্যঃষ্টিক্রিয়া মঙ্গলবার সকালে সৈয়দপুর মহাশ্মশানে অনুষ্ঠিত হয়। স্বগীর্য় আচুকী দেবী তালোড়ার বিশিষ্ট ব্যবসায়ী স্বর্গীয় নন্দলাল পোদ্দারের স্ত্রী এবং কল্যাণ প্রসাদসহ বিশিষ্ট শিল্পপতি পবন কুমার পোদ্দার ও নোহা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রাজকুমার পোদ্দার রাজুর মাতা। মৃত্যুকালে তিনি ৬ ছেলে, ৫ মেয়ে, নাতি-নাতনী, আত্মীয়স্বজন, অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মৃত্যুর আগে তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত বিভিন্ন রোগে অসুস্থ ছিলেন।
এদিকে তাঁর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ ও বিদেহী আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন দুপচাঁচিয়া-আদমদিঘী (বগুড়া-৩) এর সংসদ সদস্য এড. নুরুল ইসলাম তালুকদার, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য এড. নৃপেন্দ্রনাথ মণ্ডল (পি.পি), বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বগুড়া জেলা শাখার সভাপতি দিলীপ কুমার দেব ও সাধারণ সম্পাদক সাগর কুমার রায়, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ বগুড়া জেলা শাখার সভাপতি ডা. এন.সি. বাড়ই, সাধারণ সম্পাদক নিরঞ্জন সিংহ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিধান সিংহ, দুপচাঁচিয়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক, তালোড়া পৌরসভার মেয়র আমিরুল ইসলাম বকুল, মহাপীঠ শ্রী শ্রী মা ভবানী মাতার মন্দির পরিচালনা উপ-কমিটির পক্ষে সদস্য অমৃত লাল সাহা ও এ্যাড. নরেশ মুখার্জ্জী, দুপচাঁচিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক, আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন, তালোড়া চাউলকল মালিক ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সুভাস প্রসাদ কানু, বিশিষ্ট ব্যবসায়ী দ্বিজেন্দ্রনাথ বসাক মন্টু, প্রভাষক রমেন পোদ্দার, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বগুড়া পৌর কমিটির সভাপতি পরিমল প্রসাদ, সাধারণ সম্পাদক সুজিত তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক সঞ্জু রায়, সংগঠনের দুপচাঁচিয়া উপজেলা শাখার সভাপতি অসীম কুমার দাস, সাধারণ সম্পাদক দুলাল বসাক, প্রচার সম্পাদক অমিত কুণ্ডু রাজিব প্রমুখ।