বগুড়ায় সাবেক ছাত্রলীগ নেতা রবিউলের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল
বগুড়া পৌরসভার ২ নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি মরহুম রবিউল ইসলামের ১৪ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার বাদ আসর শহরের ফুলবাড়ি মধ্যপাড়া জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সাবেক এই শহর ছাত্রলীগ নেতার নিজ পরিবারের আয়োজনে উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন শহর আওয়ামী লীগ নেতা সুমন, জেলা যুবলীগ নেতা কমল হোসেন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শিপলু শেখ, ২ নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি রাজীব, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সজল শেখ, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম পারভেজ, প্রচার সম্পাদক মুকুল ইসলাম, গণশিক্ষা বিষয়ক সম্পাদক সজীব সাহা, সহ-সম্পাদক নুর আলম, শহর স্বেচ্ছাসেবক লীগ (উত্তর) এর সহ-সভাপতি সাজু শেখ, ব্যবসায়ী জনি শেখ, ছাত্রনেতা কাওছার আহম্মেদ জয় সহ মরহুম রবিউল ইসলামের পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০০৬ সালের ২৯ সেপ্টেম্বর দুর্বৃত্তদের হামলায় মারা গিয়েছিলেন শহর ছাত্রলীগের এই নেতা।