করোনা আপডেট

বিশ্বজুড়ে মহামারি করোনা ভাইরাসে মৃত্যু ১০ লাখ ছাড়িয়ে গেছে

বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে। সোমবার যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ইউনিভার্সিটির প্রকাশিত তথ্য বিবরণীতে এমনটি জানা গেছে।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের কোভিড-১৯ ড্যাশর্বোডের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টা নাগাদ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারিতে মৃত্যু ১০ লাখ ৮২৫ জনে দাঁড়িয়েছে। এরমধ্যে মোট মৃত্যুর প্রায় অর্ধেকই ঘটেছে তিনটি দেশ, যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও ভারতে।

জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্য বিবরণীতে দেখা যায়, বিশ্বজুড়ে করোনায় মৃত্যুর অর্ধেকই হয়েছে যুক্তরাষ্ট্র, ব্রাজিল এবং ভারতে। তবে বিশেষজ্ঞরা দাবি করছেন করছেন পুরো বিশ্বের প্রকৃত মৃতের সংখ্যা আরো বেশি।

করোনা ভাইরাস সংক্রমণে মৃত্যু সংখ্যা পাঁচ লাখ হওয়ার তিন মাসের মধ্যে এক মিলিয়ন দ্বিগুণ হয়ে গেছে। এরমধ্যে শুধু যুক্তরাষ্ট্রেই মৃত্যু হয়েছে দুই লাখ পাঁচ হাজার ৬২ জনের।

এরপরে থাকা ব্রাজিলে মৃত্যু হয়েছে এক লাখ ৪২ হাজার ৫৮ জনের এবং তৃতীয় স্থানে থাকা ভারতে মৃত্যু হয়েছে ৯৫ হাজার ৫৪২ জনের।

এদিকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০ লাখ ছাড়ানোর পর জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস একটি ভিডিও বার্তায় বলেছেন যে ‘এটি একটি যন্ত্রণাদায়ক মাইলফলক”।

গত বছর ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, করোনা ভাইরাস এ পর্যন্ত বিশ্বের ১৮৮ টি দেশে ছড়িয়ে পড়েছে। বিশ্বে এখন পর্যন্ত তিন কোটি ২০ লাখের বেশি করোনা রোগী শনাক্ত করা হয়েছে।

সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে যে কার্যকর ভ্যাকসিন আসার আগেই করোনায় ২০ লাখ মানুষের মৃত্যু হতে পারে।

এই বিভাগের অন্য খবর

এছাড়াও দেখুন
Close
Back to top button