আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে দেরি; ঘরোয়া লিগ আয়োজন এর সিদ্ধান্ত
করোনার বিপক্ষে শক্ত অবস্থান নিয়ে সর্বোচ্চ সতর্ক থেকে এক এক করে ঘরোয়া ক্রিকেট শুরুর ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড।।
শ্রীলঙ্কা সিরিজ হচ্ছে না। এই খবর জাতীয় দলের ক্রিকেটারদের জন্য ধাক্কা নিঃসন্দেহে। আবার ঘরোয়া ক্রিকেট আয়োজনের প্রস্তাবনা দেশের বিভিন্ন স্তরের ক্রিকেটারদের মধ্যে তৈরি করবে আশা এবং নিশ্চিত করবে অর্থনৈতিক অবস্থান। তবে সবার আগে জাতীয় দলের ক্রিকেটারদের খেলার সুযোগ করে দিতে চায় বিসিবি।
বিসিবি পরিচালক ইসমাইল হায়দার মল্লিক জানিয়েছেন, একটা একটা করে খেলা শুরু করলে পরিস্থিতি সম্পর্কে যেমন ধারণা পাওয়া যাবে একই সাথে করোনা মোকাবেলাতে আরো বেশি সামর্থ্য অর্জন করবে বাংলাদেশ ক্রিকেট। তিনি আরো বলেছেন আমাদেরকে ইতিমধ্য নির্দেশনা দিয়েছেন শুধু প্রিমিয়ার লিগ না প্রথম বিভাগ দ্বিতীয় বিভাগ তৃতীয় বিভাগ ছাড়াও জাতীয় লিগের কার্যক্রম হাতে নিতে।
বিসিবি পরিচালক ইসমাইল মল্লিক আরও জানিয়েছেন প্রথমে আমাদের কিছু প্র্যাকটিস ম্যাচ আছে। দুইটা দুই দিনের ম্যাচ একটা তিন দিনের ম্যাচ, এগুলি হওয়ার পরে আমাদের লক্ষ্য হলো একটা টি-টোয়েন্টি টুর্নামেন্ট করা। টি-টোয়েন্টি টুর্নামেন্টটি যদি সফলতার সাথে হয়ে যায় তারপর আমাদের লক্ষ্য হল ঘরোয়া লিগ শুরু করা।
নিয়মিত ঘরোয়া ক্রিকেট খেলার খেলোয়াড়দের সবচেয়ে বড় চাওয়া বিভিন্ন পর্যায়ে ক্রিকেট লীগ এর আয়োজন। ঘরোয়া লিগ আয়োজন করলে খেলা যেমন মাঠে গড়াবে তেমনি অর্থসংকটে থাকা ক্রিকেটারদের হাতে টাকা চলে আসবে। সবমিলিয়ে প্রত্যাশিত সুবাতাস বইবে দেশের সব পর্যায়ের ক্রিকেটে।
বিভিন্ন পর্যায়ের খেলা যদি সফলভাবে চালানো যায় তাহলে আগামী বছর মার্চ মাসে বিপিএল আয়োজনের কথা ভাববে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।