বগুড়া সদর উপজেলা
বগুড়ার গলায় ফাঁস দিয়ে শাবি ছাত্রীর আত্মহত্যা
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের এক ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তার নাম আছিয়া আক্তার। তিনি বগুড়া সদর উপজেলার নামুজা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মথুরা গ্রামের জালাল উদ্দিনের মেয়ে।
১ অক্টোবর বৃহস্পতিবার সকালে নিজ ঘরের বারান্দায় তার ঝুলন্ত লাশ পরিবারের সদস্যরা দেখতে পান। পরিবারের সদস্যদের ধারণা, প্রেমঘটিত কারণে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেছেন। আছিয়ার বড় ভাই মোহাম্মদ আলামিন বলেন, ‘একটা ছেলের সাথে প্রেমের সম্পর্কের জের ধরে আছিয়া অভিমানে আত্মহত্যা করেছে বলে আমরা ধারণা করছি।’
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির জনান: ‘সে (আছিয়া) কিছুদিন থেকে মানসিকভাবে ভারসাম্যহীন ছিল বলে জানা গেছে। আমরা তার বাড়িতে গিয়ে লাশ উদ্ধার করেছি।’