বগুড়া সদর উপজেলা

বগুড়ায় অবৈধভাবে চাল মজুদ রাখায় ভ্রাম্যমান আদালতের জরিমানা

বগুড়ার বিভিন্ন স্থানে জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। বুধবার এই অভিযানে ৩টি মামলায় ৭১ হাজার ৫০০ টাকা জরিমানা দণ্ডের আদেশ প্রদান করা হয়।

বগুড়া জেলা প্রশাসন সুত্রে জানানো হয়েছে, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আশরাফুর রহমান এর নেতৃত্বে জেলার শিবগঞ্জ উপজেলার রোমা অটো রাইস মিল কে অত্যাবশকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন এর মোতাবেক ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। চালের বাজার মনিটরিং করার সময় র‌্যাব ও পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।

এছাড়া ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুসারে ২ টি মামলায় ১ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোমানা রিয়াজ ও ফেরদৌস আরা এই অভিযান পরিচালনা করেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button