ইউয়েফা চ্যাম্পিয়নস লিগে, গ্রুপ পর্বে মেসি-রোনালদোর মুখামুখি লড়াই
ইউয়েফা চ্যাম্পিয়নস লিগে একই গ্রুপে খেলবেন ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। বিশ্ব ফুটবলের দুই মহাতারকা ‘জি’ গ্রুপে খেলবেন। অর্থাৎ পর্তুগীজ অধিনায়কের দল জুভেন্টাস ও আর্জেন্টাইন দলপতির দল বার্সেলোনা একই গ্রুপে মাঠে নামবে।
বৃহস্পতিবার রাতে সুইজারল্যান্ডের নিয়নে চ্যাম্পিয়নস লিগের ড্র আয়োজন করা হয়েছে।
‘জি’ গ্রুপে মেসি-রোনালদোর দল ছাড়াও ইউক্রেনের দল ডায়নামো কিয়েভ খেলবে।
ইউরোপ সেরার আসরে এবার ‘এ’ গ্রুপে থাকছে বায়ার্ন মিউনিখ অ্যাতলেটিকো মাদ্রিদ, আরবি শাল্জবার্গ ও লোকোমোটিভ। ‘বি’ গ্রুপে দেখা যাবে রিয়াল মাদ্রিদ, শাখতার দানেস্ক, ইন্টার মিলান ও বরুশিয়া মনচেঙ্গলাডবাচকে।
এদিকে ‘সি’ গ্রুপে খেলবে পর্তো, ম্যানচেস্টার সিটি, অলিমপিয়াকস ও মার্সেই। গ্রুপ ‘ডি’তে লিভারপুল, আয়াক্স ও আতালান্তা ও মিডটাইল্যান্ডকে দেখা যাবে।
এছাড়া ‘ই’ গ্রুপে সেভিয়ার প্রতিপক্ষ চেলসি, ক্রাসাডোর ও রেনে। ‘এফ’ গ্রুপে জেনিথ, বরুশিয়া ডর্টমুন্ড, ল্যাজিও ও ক্লাব ব্রুগি। ‘এইচ’ গ্রুপে খেলবে প্যারিস সেন্ট জার্মেই, ম্যানচেস্টার ইউনাইটেড, আরবি লিপজিগ ও ইস্তানবুল বাশক সেহির।