খেলাধুলা

পাঞ্জাবকে ৪৮ রানে হারিয়ে মুম্বাইয়ের দাপুটে জয়

১৯২ রানের লক্ষ্য তাড়া করতে মাঠে নামা কিংস ইলিভেন পাঞ্জাবকে চেপে রাখেন রাহুল চাহার আর জাসপ্রিত বুমরাহ। দুই বিভাগেই দারুণ পারফর্মের সুবাদে ৪৮ রানের জয় পায় মুম্বাই। রোহিতের দুর্দান্ত ইনিংসের পর কিরন পোলার্ড আর হার্দিক পান্ডিয়া মিলে সমাপ্তির কাজটা করেছেন অসাধারণভাবে।

কিংস ইলিভেন পাঞ্জাবের ব্যাটিংয়ে মূল ভরসা ছিল দুই ওপেনার লোকেশ রাহুল এবং মায়াঙ্ক আগারওয়াল। দুজনই বড় স্কোর গড়তে ব্যর্থ হন। ইনিংসের পঞ্চম ওভারে জাসপ্রিত বুমরাহর বলে বোল্ড হন আগারওয়াল। ১৮ বলে ২৫ রান করেন তিনি। পরের ওভারেই করুন নায়েরকে বোল্ড করেন ক্রুনাল পান্ডিয়া। দুই ওভারে দুই উইকেট হারিয়ে চাপে পরে যায় পাঞ্জাব।

রাহুল আর নিকোলাস পুরান মিলে যোগ করেন ২১ রান। তাদের জুটি ভাঙেন স্পিনার রাহুল চাহার। তার বলে বোল্ড হন রাহুল (১৯ বলে ১৭ রান)। এক প্রান্ত আগলে রাখেন নিকোলাস পুরান। তবে শুরু থেকেই নড়বড়ে ছিলেন পাঁচে নামা গ্লেন ম্যাক্সওয়েল।

এরপর জেমস নিশাম আর সরফরাজ খান দুজনেই ফিরে যান ৭ রান করে। শেষদিকে কৃষ্ণাপ্পা গৌথামের ১৩ বলে ২২ রান পরাজয়ের ব্যবধানই কমায়।

এদিকে সূর্যকুমার যাদব আর রোহিত শর্মার জুটি বড় হতে দেননি মোহাম্মদ শামি। তার সরাসরি থ্রোতে রান আউট হন যাদব। ২১ রানে ২ উইকেট হারায় মুম্বাই ইন্ডিয়ান্স। ইশান কিষান আর রোহিত শর্মা মিলে গড়েন ৬২ রানের জুটি। কিন্তু রানের গতি ছিল কিংস ইলিভেন পাঞ্জাবের নিয়ন্ত্রণে।

ইশান কিষান এগিয়ে যাচ্ছিলেন মন্থর গতিতে। মারকুটে হয়ে খেলতে গিয়ে ডিপ মিড উইকেটে করুন নায়েরের হাতে ক্যাচ দেন কিষান। ৩২ বলে ২৮ রান করেন তিনি।

পোলার্ড ও রোহিত মিলে দলের রানের গতি বাড়ানোতে নজর দেন। ১৫ তম ওভারে লেগ স্পিনারের রভি বিষ্ণইয়ের বলে একটি করে ছক্কা হাঁকান দুজন। পরের ওভারে জেমস নিশামের ওপর চড়াও হন রোহিত। ঐ ওভারে দুই চার আর দুই ছক্কা মারেন তিনি। ১৫ ও ১৬ তম ওভার মিলে ৩৭ রান যোগ হয় বোর্ডে।

পরের ওভারেই এ জুটি ভেঙে দেন মোহাম্মদ শামি। লং অফে রোহিত শর্মা তুলে মারলে গ্লেন ম্যাক্সওয়েল আর জেমস নিশাম সম্মিলিত প্রচেষ্টায় দারুণভাবে তালুবন্দী করেন। সীমানার দঁড়ির ভেতর বল ধরলেও ভারসাম্য রাখতে গিয়ে বাইরে চলে যান ম্যাক্সওয়েল। তবে যাওয়ার আগে বল তুলে দেন হাওয়ায়। সীমানার ভেতরে থাকা নিশাম লুফে নেন ক্যাচ।

এরপর ঝড় তুলেন কিরোন পোলার্ড আর হার্দিক পান্ডিয়া। শেষ ওভারে আরো তীব্র হয় সেই ঝড়। স্পিনার কৃষ্ণাপ্পা গৌথামের করা শেষ ওভারে পান্ডিয়া-পোলার্ড মিলে হাঁকান চার ছক্কা। যার মধ্যে শেষ তিন বলে তিনটি ছক্কা মারেন পোলার্ড। শেষ তিন ওভারে মুম্বাই ইন্ডিয়ান্স ৬২ রান সংগ্রহ করলে ১৯১ রানের পুঁজি পায় মুম্বাই।

সংক্ষিপ্ত স্কোরঃ

মুম্বাই ইন্ডিয়ান্স ১৯১/৪, ২০ ওভার
রোহিত ৭০, পোলার্ড ৪৭, পান্ডিয়া ৩০
কটরেল ১/২০, শামি ১/৩৬

কিংস ইলিভেন পাঞ্জাব ১৪৩/৮, ২০ ওভার
পুরান ৪৪, আগারওয়াল ২৫, গৌথাম ২২*
বুমরাহ ২/১৮, চাহার ২/২৬

এই বিভাগের অন্য খবর

Back to top button