খেলাধুলা
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি নির্বাচিত কাজী সালাউদ্দিন
টানা চতুর্থ মেয়াদে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি নির্বাচিত হলেন সাবেক ফুটবলার কাজী মো. সালাউদ্দিন। তিনি ৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। রাজধানীর প্যানপ্যাসিফিক সোনারগাঁও হোটেলে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নতুন মেয়াদে বাফুফের সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন আরেক সাবেক ফুটবলার আবদুস সালাম মুর্শেদী। তিনি পেয়েছেন ৯১ ভোট।
জানা গেছে, নিকটতম প্রতিদ্বন্দ্বী বাদল রায়ের চেয়ে ৫৪টি ভোট বেশি পেয়েছেন কাজী সালাউদ্দিন। তিনি পেয়েছেন ৯৪টি, বাদল রায় পেয়েছেন ৪০ ভোট। আর সভাপতি পদের তৃতীয় প্রার্থী সফিকুল ইসলাম মানিক পেয়েছেন ১ ভোট।