বিনোদন
ডায়েট থেকে কিডনি বিকল, প্রাণ গেল বলিউড তারকার

বলিউড তারকা মিষ্টি মুখোপাধ্যায় মাত্র ২৭ বছর বয়সে মারা গেলেন। তার মৃত্যু হয় শুক্রবার রাতে বেঙ্গালুরুতে। শনিবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
তার পারিবারিক সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম ‘টাইমস অব ইন্ডিয়া’ জানায়, কয়েক মাস ধরেই কিটো ডায়েট মেনে চলছিলেন মিষ্টি, তা থেকেই কিডনি বিকল হয়ে মারা যান তিনি।
বেশ কয়েক মাস ধরেই কিডনির অসুখে ভুগছিলেন মিষ্টি মুখোপাধ্যায়। টানা কিটো ডায়েটের কারণেই কিডনির সমস্যা দেখা দিয়েছিল মিষ্টির। এটিই তাঁর মৃত্যুর কারণ বলেও চিকিৎসকেরা জানান।
‘ম্যায় কৃষ্ণা হু’, ‘লাইফ কি তো লাগ গ্যায়ি’ ছবিগুলোতে অভিনয় করেন মিষ্টি। কাজ করেছেন তেলেগু আর মালয়ালম ছবিতেও। ‘আইটেম গার্ল’ হিসেবেও জনপ্রিয়তা লাভ করেন তিনি।