বগুড়া সদর উপজেলা
বগুড়ায় এমপি সিরাজের বিরুদ্ধে ঝাড়ু মিছিল
বগুড়া জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও যুবদলের সাবেক সভাপতি ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সিপার আল বখতিয়ারকে বহিস্কার করার প্রতিবাদে আজ শনিবার দুপুরে জেলা বিএনপির আহবায়ক ও সংসদ সদস্য(বগুড়া-৬) গোলাম মোহাম্মদ সিরাজের বিরুদ্ধে এক ঝাড়ু মিছিল করেছে সিপার সমর্থকরা।
গত কয়েকদিন আগে বিএনপির কেন্দ্রিয় কমিটির দপ্তর সম্পাদক রুহুল কবির রিজভি স্বাক্ষরিত এক পত্রে সিপারকে বহিস্কার করা হয়। এনিয়ে জেলা বিএনপির মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। এরপর থেকেই সিপার সমর্থকরা বগুড়া-৬ আসনের সংসদ সদস্য জেলা বিএনপির আহবায়ক গোলাম মোহাম্মদ সিরাজকে দায়ী করে আসছিলেন।
আজ শনিবার দুপুরে শহরে পিটিআই মোড় থেকে সিপার সমর্থকরা একটি ঝাড়ু মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বকশি বাজারে গিয়ে মিছিলটি শেষ হয়।