বগুড়া সদর উপজেলা

বগুড়ায় গলায় দড়ি দিয়ে এক যুবকের আত্মহত্যা

বগুড়ায় গলায় দড়ি দিয়ে সুমন (২৭) নামে এক যুবক আত্মহত্যা করেছে। ৪ অক্টোবর রবিবার সন্ধ্যা ৭টার দিকে শহরের ঠনঠনিয়া নতুনপাড়াস্থ তার নিজ গৃহের তীরের সাথে দড়ি দিয়ে সে আত্মহত্যা করে। সুমন ওই এলাকার আমির আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সুমন মাদকসেবী ছিল। মাদকের সহজলভ্যতা কমে যাওয়ায় নেশা করতে না পেরে হয়তো সে আত্মহত্যা করেছে।

বগুড়া জেলা পুলিশের মিডিয়া বিভাগের মুখপাত্র ও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী বলেন, ‘আত্মহননকারী সুমনের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

এই বিভাগের অন্য খবর

Back to top button