বগুড়ায় রাইজিং ক্লাবের আয়োজনে কাউন্সিলর কাপ ফুটবল টুর্ণামেন্ট
রোববার (৪ অক্টোবর) বিকেলে বগুড়া শহরের বৃন্দাবনপাড়ায় রাইজিং ক্লাবের আয়োজনে ক্লাব মাঠে কাউন্সিলর কাপ নক আউট ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে।
বৃন্দাবন পাড়ায় রাইজিং ক্লাবের সহ সভাপতি সাইফুল ইসলাম জ্যাঠোর সভাপতিতে কাউন্সিলর কাপ নক আউট ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সমাজসেবা অধিদপ্তর বগুড়ার পরিচালক আবু সাইদ মোঃ কাওছার রহমান।
রাইজিং ক্লাবের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রাজুর আমন্ত্রণে টুর্ণামেন্টের উদ্বোধন করেন বগুড়া পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল ইসলাম বিটু।
ক্লাবের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলামের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন আদর্শ রেলওয়ে হকার্স মার্কেটে সমিতির উপদেষ্টা আলহাজ্ব নওশাদুর রহমান নিশান, ১৮নং ওয়ার্ড কাউন্সিলর এমএম মোরশেদ মিঠুন, ফুলবাড়ি পুলিশ ফাড়ির এএসআই নূরে আলম সিদ্দিক।
এছাড়া রাইজিং ক্লাবের সহ সাধারণ সম্পাদক সোহেল আহম্মেদ প্রচার সম্পাদক মাহফুজার রহমান খট্টু, সহ প্রচার সম্পাদক মন্টু সরকার, দপ্তর সম্পাদক সাজ্জাদ আলম পারভেজ, সহ দপ্তর সম্পাদক মিজানুর রহমান মিজান, ক্রীড়া সম্পাদক শাহিনুর ইসলাম সনি, সহ ক্রীড়া সম্পাদক মিনার হোসেন, সহ নাট্য সম্পাদক কাজল করিম, সদস্য খোকন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় বৃন্দাবন পাড়া ফাইভ স্টার ক্লাব ও ফুলবাড়ী হাজী পাড়া টপটেন ক্লাব অংশ নেয়।
উদ্বোধনী খেলার আগে অতিথিরা বেলুন ফেস্টুন ও কবুতর উড়িয়ে উদ্বোধন করেন।