আন্তর্জাতিক খবরখেলাধুলা

বোমা হামলায় সপরিবারে নিহত জনপ্রিয় ক্রিকেট আম্পায়ার বিসমিল্লাহ

বোমা হামলায় সপরিবারে নিহত হয়েছেন আফগানিস্তানের জনপ্রিয় ক্রিকেট আম্পায়ার বিসমিল্লাহ জান শেনওয়ারি। শনিবার বিকালে আফগানিস্তানের নাঙ্গারহার প্রদেশের গানখিল জেলায় একটি গাড়িবোমা বিস্ফোরণে শেনওয়ারির পরিবারের সাত সদস্যসহ ১৩ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছেন।

সংবাদটি নিশ্চিত করেছেন, নাঙ্গারহারের গভর্নরের মুখপাত্র আতাউল্লাহ খোগ্যানি।

নাঙ্গাহার প্রাদেশিক কাউন্সিলের এক সদস্য বলেছেন, হামলায় নিহতদের মধ্যে অন্তত আটজন বেসামরিক সদস্য রয়েছেন।

বিসমিল্লাহ ২০১৭ সালে আম্পায়ার হিসেবে অভিষেকের পর থেকে ৬টি ওয়ানডে ও ৬টি টি-টোয়েন্টি ম্যাচে আম্পায়ারিং করেছেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button