সারাদেশ

অ্যাম্বুলেন্সে করে ফেনসিডিল পাচার, ঢাকা থেকে গ্রেপ্তার ছয়

দেখে সবাই মনে করবে চারটি লাশ, সাদা কাফনে মোড়া আছে। কিন্তু আসলে কাফনের ভেতর কোনো মানুষের মৃতদেহ ছিল না। মাদক কারবারিরা ফেনসিডিলের বোতল লাশের মতো করে সাজিয়ে ঢাকায় আনছিলেন। ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগ রোববার এই ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করে।

ছবি: সংগৃহীত

গ্রেপ্তারকৃতরা হলেন, মাহাবুবুল হাসান (২৯), হাসানুর রহমান সবুজ (২২), মো. সোহেল মিয়া ওরফে এমিলে (২৫) ও রোমন (২৩), শামীম (৪১) ও আল আমিন সরদার (৩৩)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা কুমিল্লা, যশোর, চুয়াডাঙ্গা ও সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিল আনত। তাদের কাছে থেকে দুই হাজার বোতল ফেনসিডিল পাওয়া যায়।

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের উপকমিশনার মশিউর রহমান বলেন, এই দলটি এর আগেও ফেনসিডিল পাচার করেছে। এর সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মোহাম্মদপুর থেকে ওই দলেরই আরও দুই মাদক কারবারিকে পুলিশ গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে এক হাজার বোতল ফেনসিডিল ও এর পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা জানিয়েছে , তারা চুয়াডাঙ্গা থেকে ফেনসিডিল আনছিল।

এই বিভাগের অন্য খবর

Back to top button