বগুড়া সদর উপজেলা

বগুড়ায় পাথর বোঝাই ট্রাক থেকে ৫ কেজি গাঁজাসহ আটক ২

বগুড়ার মোকামতলায় পাথর বোঝাই ট্রাক থেকে ৫কেজি গাঁজাসহ, আটক ২

০৫ অক্টোবর ভোর রাতে গোপন তথ্যের ভিত্তিতে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সনাতন চন্দ্র সরকারের নির্দেশে এসআই সুজাউদ্দৌলার নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ চোরাচালান প্রতিরোধ ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি কালে লালমনিরহাট বুড়িমারী হতে ছেড়ে আসা শেরপুর গামী একটি পাথর বোঝাই ট্রাকের ভিতরের কেবিন থেকে ৫কেজি গাঁজাসহ ২জনকে আটক করেছে পুলিশ।

আটককৃত আসামিরা হলেন : বগুড়া সদরের ছোট ধাওয়াখোলার মৃত ইয়াজ উদ্দিনের ছেলে আ: জলিল (৫০), সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার হাটিকুমরুল হাটিপাড়ার মৃত সোবাহান আলী আকন্দের ছেলে জিলহক (৩৮)।

মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সনাতন চন্দ্র সরকার জানান: দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button