‘বিশ্ব শিক্ষক দিবস’ আজ, এই মহান পেশার প্রতি বিনম্র শ্রদ্ধা
‘বিশ্ব শিক্ষক দিবস’ আজ, ৫ অক্টোবর। বিশ্ব শিক্ষক দিবস হলো বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষকদের সম্মানার্থে পালিত একটি বিশেষ দিবস।
ইউনেস্কো বিশ্ব শিক্ষক দিবস ২০২০’র প্রতিপাদ্য নির্ধারণ করেছে : ‘সংকটে নেতৃত্বদাতা, ভবিষ্যতের রুপদর্শী শিক্ষক’।
শিক্ষকেরা হচ্ছেন মানুষ গড়ার কারিগর।
বিশ্ব শিক্ষক দিবস শিক্ষা ও উন্নয়নের ক্ষেত্রে শিক্ষকদের অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে পালন করা হয়। এ বছর সংস্থাটির সদস্যভুক্ত ১০০ দেশে প্রায় ৪০০ এর অধিক শিক্ষক সংগঠন দিবসটি উদ্যাপন করছে।
বিশ্বের সব শিক্ষকের অবদানকে স্মরণ করার জন্য জাতিসংঘের অঙ্গ সংস্থা ইউনেসকোর ডাকে প্রতি বছর এ দিবসটি পালন হয়ে থাকে।
১৯৯৪ সাল থেকে প্রতিবছর ৫ অক্টোবর বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে “বিশ্ব শিক্ষক দিবস”।
ইউনেসকো বলছে, বিশ্বে বর্তমানে প্রায় ২৬ কোটি ৫০ লাখ শিশু বিদ্যালয়ের শিক্ষা থেকে বঞ্চিত। ২০৩০ সালের মধ্যে সর্বজনীন প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার লক্ষ্যে পৌঁছাতে বিশ্বব্যাপী প্রায় সাত কোটি নতুন শিক্ষক নিয়োগের প্রয়োজন।
মেয়েশিশু, প্রতিবন্ধী, শরণার্থী ও দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে এই শিক্ষার্থী ও শিক্ষকের ব্যবধান অনেক বেশি। এই ব্যবধান দূর করতে সবাইকে এগিয়ে আসতে হবে—এমনটাই মনে করে ইউনেসকো।
সারা বিশ্বের মতো আজ বাংলাদেশেও যথাযথ মর্যাদায় পালিত হবে বিশ্ব শিক্ষক দিবস।