জাতীয়

‘বিশ্ব শিক্ষক দিবস’ আজ, এই মহান পেশার প্রতি বিনম্র শ্রদ্ধা

‘বিশ্ব শিক্ষক দিবস’ আজ, ৫ অক্টোবর। বিশ্ব শিক্ষক দিবস হলো বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষকদের সম্মানার্থে পালিত একটি বিশেষ দিবস।

ইউনেস্কো বিশ্ব শিক্ষক দিবস ২০২০’র প্রতিপাদ্য নির্ধারণ করেছে : ‘সংকটে নেতৃত্বদাতা, ভবিষ্যতের রুপদর্শী শিক্ষক’।

শিক্ষকেরা হচ্ছেন মানুষ গড়ার কারিগর।

বিশ্ব শিক্ষক দিবস শিক্ষা ও উন্নয়নের ক্ষেত্রে শিক্ষকদের অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে পালন করা হয়। এ বছর সংস্থাটির সদস্যভুক্ত ১০০ দেশে প্রায় ৪০০ এর অধিক শিক্ষক সংগঠন দিবসটি উদ্‌যাপন করছে।

বিশ্বের সব শিক্ষকের অবদানকে স্মরণ করার জন্য জাতিসংঘের অঙ্গ সংস্থা ইউনেসকোর ডাকে প্রতি বছর এ দিবসটি পালন হয়ে থাকে।

১৯৯৪ সাল থেকে প্রতিবছর ৫ অক্টোবর বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে “বিশ্ব শিক্ষক দিবস”।

ইউনেসকো বলছে, বিশ্বে বর্তমানে প্রায় ২৬ কোটি ৫০ লাখ শিশু বিদ্যালয়ের শিক্ষা থেকে বঞ্চিত। ২০৩০ সালের মধ্যে সর্বজনীন প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার লক্ষ্যে পৌঁছাতে বিশ্বব্যাপী প্রায় সাত কোটি নতুন শিক্ষক নিয়োগের প্রয়োজন।

মেয়েশিশু, প্রতিবন্ধী, শরণার্থী ও দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে এই শিক্ষার্থী ও শিক্ষকের ব্যবধান অনেক বেশি। এই ব্যবধান দূর করতে সবাইকে এগিয়ে আসতে হবে—এমনটাই মনে করে ইউনেসকো।

সারা বিশ্বের মতো আজ বাংলাদেশেও যথাযথ মর্যাদায় পালিত হবে বিশ্ব শিক্ষক দিবস।

এই বিভাগের অন্য খবর

Back to top button