সানরাইজার্স হায়দরাবাদকে ৩৪ রানে হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ানস
চলতি আইপিএলের ১৭তম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে ৩৪ রানে হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ানস। এই ম্যাচ দিয়ে তৃতীয় জয় তুলে নিলো রোহিত শর্মারা।
টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় মুম্বাই। অপেনার রোহিদ শর্মা মাত্র ৬ রান করেই বিদায় নেন সন্দীপ শর্মার বলে।
আরেক ওপেনার কুইন্টন ডি কক এতদিন রান খরায় থাকলেও আজ খেলেছেন ঝোড়ো ইনিংস। মাত্র ৩৯ বলে ৬৭ রানের ইনিংস খেলে শক্ত ভীত এনে দেন মুম্বাইকে।
এছাড়া ইশান কিষানের ৩১, হার্দিক পান্ডিয়ার ২৮, সুরিয়াকুমার যাদবের ২৭, কাইরন পোলার্ডের ২৫* ও ক্রুনাল পান্ডিয়ার ২০* রানে ভর করে ৫ উইকেটে ২০৮ রান সংগ্রহ করে মুম্বাই ইন্ডিয়ানস।
জবাবে ব্যাট করতে নেমে ডেভিড ওয়ার্নার ছাড়া বাকিরা বড় স্কোর গড়তে পারেননি। ওয়ার্নারের ব্যাটে আসে ৪৪ বলে ৬০ রান। এছাড়া মানিষ পাণ্ডে করেন ৩০ ও জনি বেয়রেষ্ট্রো করেন ২৫ রান।
কুড়ি ওভার শেষে সানরাইজার্স হায়দরাবাদ থামে ৭ উইকেটে ১৭৪ রানে। মুম্বাইয়ের হয়ে ২টি করে উইকেট নেন ট্রেন্ট বোল্ট, জেমস প্যাটিসন ও জসপ্রিত ভুমরাহ।