খেলাধুলা

আইপিএলের বাকি অংশ ঘরে বসেই কাটাতে হবে ভুবনেশ্বর কুমারের

আইপিএল চলতি আসরের বাকি অংশটা এবার ঘরে বসেই কাটাতে হবে ভারতের সেরা পেসার ভুবনেশ্বর কুমারের। উরুর চোটে শুধু আইপিএল থেকেই ছিটকে দেয়নি সানরাইজার্স হায়দরবাদের এই পেসারকে, শঙ্কা আছে এবছরের শেষে অস্ট্রেলিয়া সফরে খেলা নিয়েও।

তার চোট ও ছিটকে পড়ার খবরটি নিশ্চিত করে সানরাইজার্স হায়দরাবাদ কর্তৃপক্ষ।

শুক্রবার চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ১৯তম ওভার করতে গিয়ে প্রথম বলেই চোট পান তিনি। এরপর চেষ্টা করেও ফেরাতে পারেননি নিজেকে।

এবারের মৌসুমটা বেশ দারুণভাবে শুরু করেছিলেন এই পেসার। চার ম্যাচে গড়ে সাতের নিচে রান দিয়ে নেন ৩ উইকেট।

ভুবনেশ্বরের ছিটকে পড়া নিয়ে ভারতীয় সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) বিসিসিআইর এক কর্মকর্তা জানিয়েছেন, ‘ভুবনেশ্বর কুমার উরুতে চোট পেয়েছেন। এর জন্য তার আইপিএলকে বিদায় বলতে হয়েছে। এরজন্য তাকে অন্তত দুই মাসের মতো বিশ্রামে থাকতে হবে। যা শঙ্কায় ফেলেছে বছরের শেষ দিকে ভারতের অস্ট্রেলিয়া সফর নিয়েও।

এই বিভাগের অন্য খবর

Back to top button