জাতীয়
শিগগিরিই নোয়াখালীর অপরাধীদের আইনের মুখোমুখি করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
নোয়াখালী বেগমগঞ্জ নির্যাতনের ঘটনায় যারা অপরাধী তাদের খুব শিগগিরই আইনের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
আসাদুজ্জামান বলেন, এ ধরনের জঘন্য অপরাধ যারা করেন তাদের আইনানুযায়ী সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত।
তিনি আরও বলেন, নোয়াখালী ঘটনা চরম বর্বরতা। এই ঘটনায় ২ জনবাদে সবাইকে গ্রেফতার করা হয়েছে। এখানে কোনো ধরনের গাফলতি নিরাপত্তাবাহিনী দেখায়নি। খুব শিগগিরই আমরা তাদের আইনের মুখোমুখি করবো।
মঙ্গলবার (৬ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাস্প্রতিক ইস্যুতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।