খেলাধুলা

সড়ক দূর্ঘটনায় মারা গেছেন আফগান ক্রিকেটার নাজিব তারাকাই

সড়ক দুর্ঘটনায় আহত হয়ে সঙ্কটময় অবস্থায় লাইফ সাপোর্টে ছিলেন আফগানিস্তানের ক্রিকেটার নাজিব তারাকাই। তবে তার সেখান থেকে আর ফেরা হলো না। ২৯ বছর বয়সেই থেমে গেছে দেশটির উদ্বোধনী এ ব্যাটসম্যানের জীবন প্রদীপ।

শুক্রবার (২ অক্টোবর) আফগানিস্তানের জালালাবাদে প্রাইভেটকারের ধাক্কায় গুরুতর আহত হন নাজিব। পরে সেখান থেকে উদ্ধার করে নানগারহারের একটি হাসপাতালে তাৎক্ষণিকভাবে অস্ত্রোপচারও করা হয়। কিন্তু এরপর কোমায় চলে যান তিনি।

লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মঙ্গলবার (৬ অক্টোবর) মৃত্যুবরণ করেন এ ডানহাতি ব্যাটসম্যান (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) এক শোক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে।

নাজিব তারাকাই আফগানিস্তানের হয়ে ১২টি টি-টোয়েন্টি ও একটি ওয়ানডে ম্যাচ খেলেছেন। ২০১৪ সালে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছিল। এছাড়া ২০১৯ সালে বাংলাদেশের বিপক্ষেই ঢাকায় সর্বশেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি।

এই বিভাগের অন্য খবর

Back to top button