উপজেলাকাহালু উপজেলা
কাহালুতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের উপবৃত্তি ও মহিলাদের মাঝে চেক বিতরণ
বগুড়ার কাহালুতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের উপবৃত্তি ও মহিলাদের ক্ষুদ্র ঋণ প্রদান করা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) সকালে কাহালু সমাজসেবা অফিসের হলরুমে অনুষ্ঠিত উক্ত চেক বিতরণ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্তরের ১৮০ জন শিক্ষার্থীদের মাঝে মোট ১৩ লক্ষ ৫৬ হাজার চেক প্রদান করা হয়। এছাড়াও মহিলাদের মাঝে মোট ৩ লক্ষ ৯১ হাজার টাকার রি-ভলবিং চেক এবং নতুন সদস্যদের মাঝে মোট ২ লক্ষ ৫৫ হাজার টাকার ক্ষুন্দ্র ঋণ প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. মাছুদুর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সমাজসেবা কার্যলয়েরর উপ-পরিচালক এএসএম কাওসার রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সমাজসেবা কার্যলয়ের সহকারী পরিচালক উম্মে হাবিবা। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদ হাসান রাসেলসহ অন্যান্যরা।