সারাদেশ

নোয়াখালীতে গৃহবধূ নির্যাতনসহ সব ধর্ষণের প্রতিবাদ ছাত্রলীগের

নোয়াখালীর বেগমগঞ্জে এক নারীকে বর্বরোচিত কায়দায় নির্যাতনসহ দেশের বিভিন্ন জায়গায় ধর্ষণের প্রতিবাদে কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ছাত্রলীগ।

মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যায় আলোক প্রজ্জ্বলন কর্মসূচী পালিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এ কর্মসূচি পালন করে সংগঠনটি। বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এর নেতৃত্বে কর্মসূচি পালিত হয়।

নোয়াখালীর নারী নির্যাতনের ঘটনাসহ সকল ধর্ষণ -নিপীড়নের ঘটনায় সম্পৃক্ত পৃষ্ঠপোষকদের দ্রুত গ্রেফতার ও বিচার এবং নারীর প্রতি সহিংসতার অবসানের দাবিতে বাংলাদেশ ছাত্রলীগ আলোক প্রজ্জ্বলন কর্মসূচি পালন করে।

এই বিভাগের অন্য খবর

Back to top button