খেলাধুলা

রাজস্থানকে ৫৭ রানে হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স

আইপিএলের ২০তম ম্যাচে রাজস্থান রয়্যালসকে ৫৭ রানে হারিয়েছে মুম্বাই। জস বাটলারের একক প্রচেষ্টার দিনে একপেশে ম্যাচ জয় নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। আগে ব্যাটিং করে সূর্যকুমার যাদবের ঝড়ো ব্যাটিংয়ে ১৯৩ রান করে মুম্বাই। জবাবে বাটলারের ৭০ ছাড়া রাজস্থানের আর কেউ ভালো করতে না পারায় তারা ৫৭ রানে ম্যাচ হেরেছে। জাসপ্রীত বুমরাহ শিকার করেছেন চারটি উইকেট।

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন রোহিত শর্মা। মুম্বাই ইন্ডিয়ান্সের উদ্বোধনী জুটিতে আসে ৪৯ রান। ১৫ বলে ২৩ রান করে প্রথমে আউট হন কুইন্টন ডি কক। সূর্যকুমার যাদবের সাথে ৩৯ রানের জুটি গড়ে শ্রেয়াশ গোপালের বলে বিদায় নেন রোহিত। অধিনায়কের ব্যাট থেকে তিন ছক্কায় আসে ২৩ বলে ৩৫ রান। ঠিক পরের বলেই রানের খাতা খোলার আগেই বিদায় নেন ঈশান কিষাণ।

কচ্ছপ গতিতে খেলে ক্রুণাল পান্ডিয়া করেন ১৭ বলে ১২ রান। জফরা আর্চারের শিকার হয়ে তিনি ফেরার পরে ক্রিজে আসেন হার্দিক পান্ডিয়া। দুই চার ও এক ছক্কায় ১৯ বলে ৩০ রান করেন তিনি। অপরপ্রান্তে অটল থেকে দলের বড় সংগ্রহ এনে দেন সূর্যকুমার।

৩৩ বলে অর্ধশতক স্পর্শ করা সূর্য ৪৭ বলে ৭৯ রান করে অপরাজিত থাকেন। তার ইনিংসে ছিল ১১টি চার ও দুইটি ছক্কা। নির্ধারিত ২০ ওভার শেষে মুম্বাই ইন্ডিয়ান্সের সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটের বিনিময়ে ১৯৪ রান।

অপরদিকে রাজস্থান রয়্যালসের শুরুটা হয় ভঙ্গুর ভাবে। রানের খাতা খোলার আগেই ট্রেন্ট বোল্টের শিকার হয়ে বিদায় নেন তরুণ প্রতিভাবান ব্যাটসম্যান যশস্বী জয়সওয়াল। দলীয় ৭ রানের মাথায় জাসপ্রীত বুমরাহের বলে স্টিভ স্মিথ (৬) ও ১২ রানের মাথায় বোল্টের দ্বিতীয় শিকার হয়ে সাঞ্জু স্যামসন (০) বিদায় নেন। মহীপাল লমরর ১১ রান করে আউট হলে ৪২ রানে চারটি উইকেট হারায় রাজস্থান।

টম কারানকে নিয়ে ৫৬ রানের জুটি গড়েন জস বাটলার। ম্যাচে দুই দলের মধ্যে ভারসাম্য আনা বাটলার ফেরেন ৪৪ বলে ৭০ রান করে। তার ইনিংসটি ৫টি চার ও ৪টি ছয়ে সাজানো ছিল। জেমস প্যাটিনসনের শিকার হন তিনি। পরের ওভারেই সাজঘরের পথ ধরেন কারানও। উইকেটটি পান কাইরন পোলার্ড।

এই ধাক্কা আর কাটিয়ে উঠতে পারেনি রাজস্থান। ফলে ৫৭ রানের জয় পেয়েছে মুম্বাই। নীল জার্সিধারীদের পক্ষে বুমরাহ ২০ রান খরচায় শিকার করেছেন চারটি উইকেট। এই জয়ে দিল্লি ক্যাপিটালসকে সরিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে মুম্বাই।

সংক্ষিপ্ত স্কোর:

মুম্বাই ইন্ডিয়ান্স ১৯৩/৪ (২০ ওভার)
সূর্যকুমার ৭৯, রোহিত ৩৫, হার্দিক ৩০*;
গোপাল ২/২৮।

রাজস্থান রয়্যালস ১৩৬/১০ (১৯.১ ওভার)
বাটলার ৭০, আর্চার, কারান ১৫;
বুমরাহ ৪/২০, বোল্ট ২/২৬।

ফল: মুম্বাই ইন্ডিয়ান্স ৫৭ রানে জয়ী।

এই বিভাগের অন্য খবর

Back to top button