খেলাধুলা

কলকাতা নাইট রাইডার্সের ১০ রানে ঘাম ঝরানো জয়

এবারের আইপিএল আসরে পাঁচ ম্যাচে নিজেদের তৃতীয় জয়ের দেখা পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। আগে ব্যাট করে রাহুল ত্রিপাটির ৮১ রানে ভর করে ১৬৭ রানের সংগ্রহ পেয়েছিল কলকাতা। নিয়ন্ত্রত বোলিংয়ে ১০ রানে ঘাম ঝরানো জয় পেয়েছে কলকাতা।

৪০ বলে মাত্র ৫০ রান করে সাজঘরে ফিরে যান ওয়াটসন। তার ব্যাট থেকে আসে ছয়টি চার ও একটি ছয়। এই ম্যাচে চার নম্বরে ব্যাটিংয়ে নামেন মহেন্দ্র সিং ধোনি। তবে এবারো ব্যর্থ হন তিনি, ১২ বলে ১১ রান করে বরুণ চক্রবর্তীর বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন।

ইংলিশ অলরাউন্ডার স্যাম কারান ১১ বলে ১৭ রান করে চেন্নাইয়ের জয়ের সমীকরণ কঠিন করে মাঠ ছাড়েন।
তাকে আউট করেন আন্দ্রে রাসেল।

শেষ দুই ওভারে চেন্নাইয়ের জয়ের জন্য প্রয়োজন ছিল ৩৬ রান। তবে কেদার যাদব ও রবীন্দ্র জাদেজা সংগ্রহ করতে পারে ২৬ রান। ফলে ১০ রানের হার মানতে হয়েছে চেন্নাইকে। এই জয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে উঠে গেল কলকাতা।

এর আগে পুরো ২০ ওভার ব্যাটিং করে ১৬৭ রান সংগ্রহ করে কলকাতা। দলটির পক্ষে সর্বোচ্চ ৮১ রান করেন রাহুল ত্রিপাটি। ওপেনিংয়ে ব্যর্থ সুনীল নারাইনের জায়গায় নেমে সফল হন তিনি। তার ৫১ বলের ইনিংসটিতে ছিল ৮টি চার ও ৩টি ছক্কা। ত্রিপাটি ছাড়া কলকাতার আর কোনো ব্যাটসম্যান প্রতিরোধ গড়ে তুলতে পারেননি। নারাইন ৯ বলে ১৭ রান ও কামিন্স ৯ বলে অপরাজিত ১৭ রান করেন।

চেন্নাইয়ের ব্রাভো ৩৭ রানের বিনিময়ে তিনটি উইকেট শিকার করেন। এছাড়া কারান, শারদুল ঠাকুর ও কর্ণ শর্মা দুইটি করে উইকেট পান।

সংক্ষিপ্ত স্কোরঃ

কলকাতা নাইট রাইডার্স ১৬৭/১০ (২০ ওভার)
রাহুল ৮১, কামিন্স ১৭*, নারাইন ১৭;
ব্রাভো ৩/৩৭, কর্ণ ২/২৫, কারান ২/২৬, শারদুল ২/২৮।

চেন্নাই সুপার কিংস (২০ ওভার)
ওয়াটসন ৫০, রাইডু ৩০, কারান ১৭;
রাসেল ১/১৮।

ফলাফলঃ কলকাতা নাইট রাইডার্স ১০ রানে জয়ী।

এই বিভাগের অন্য খবর

Back to top button