টিএমএসএস’র নির্বাহী পরিচালক ড. হোসনে আরা বেগম পিজিসিএল এর পরিচালক নিযুক্ত
![](https://boguralive.com/wp-content/uploads/2020/10/images.jpeg-6-scaled.jpg)
টিএমএসএস-এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগমকে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানী লিমিটেডের (পিজিসিএল) পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবে নিযুক্ত করা হয়েছে।
বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
পিজিসিএল-এর পরিচালনা পর্ষদের পরিচালক ছাড়াও ড. হোসনে আরা গ্লোবাল কমিউনিটি এনগেজমেন্ট অ্যান্ড রিজিলেন্স ফান্ডের সদস্য, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক, এনজিও ফাউন্ডেশন এবং পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সাবেক পর্ষদ সদস্য।
এছাড়া জাতীয় মাদকবিরোধী কমিটির সদস্য, সার্ক বিজনেস অ্যাসোসিয়েশন অব হোমবেইজ ওয়ার্কার্সের পর্ষদ পরিচালক, বগুড়া ক্যান্টনমেন্ট গল্ফ ক্লাবের মেম্বরও তিনি।
ড. হোসনে আরা বেগম তৃণমূল পর্যায়ে শিক্ষা বিস্তারে সারা দেশে ৩৫টি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। টিএমএসএস-এর মাধ্যমে তিনি সর্বস্তরের বেকার নারী-পুরুষকে কর্মে নিয়োজিত করে স্বনির্ভর করে গড়ে তুলতে ভূমিকা পালন করেছেন।