বগুড়া সদর উপজেলা

বগুড়ায় পানিতে ডুবে ৩ সন্তানের জনকের মৃত্যু

বৃহস্পতিবার দুপুরে বগুড়া শহরের বৃন্দাবনপাড়া ও সুলতানগঞ্জ বারপাড়া সংযোগ ব্রীজ থেকে সুবিলে লাফ দিয়ে শহিদুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

মৃত শহিদুল ইসলাম শহরের কাটনারপাড়া আলিসোনার লেনের নুর ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শহিদুল ইসলাম বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে ছোট মেয়েকে সাথে নিয়ে বৃন্দাবন পাড়া ও সুলতানগঞ্জ পাড়া ব্রীজে গোসল করার জন্য আসে। এ সময় তিনি ছোট মেয়েকে ব্রীজের উপর দাঁড় করিয়ে বিলের পানিতে লাফ দিয়ে তলিয়ে যান। অনেক খোঁজাখুঁজির পর বগুড়া ফায়ার সার্ভিসের কর্মীরা বেলা সাড়ে তিনটায় তার মৃতদেহ উদ্ধার করে।

মৃত শহিদুল ইসলামের মা জানান, শহিদুলের বুকে সমস্যা ছিল। পরিবারের ধারণা পানিতে লাফ দিয়ে তার বুকে আঘাত পাওয়ায় তার পানিতে মৃত্যু হয়েছে।

বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর লিডার মাসুদ পারভেজ জানান, আমরা দুপুর দুটোর দিকে খবর পেয়ে এখানে আসি ঘন্টাখানিক চেষ্টার পর ডুবুরিরা শহিদুল ইসলাম এর মৃতদেহ খুঁজে পায়।

এই বিভাগের অন্য খবর

Back to top button