বগুড়া সদর উপজেলা

বগুড়ায় ধর্ষকদের শাস্তির দাবিতে জেলা ছাত্রলীগের “আলোক প্রজ্জ্বলন”

কেন্দ্রীয় ছাত্রলীগের কর্মসূচীর অংশ হিসাবে বগুড়া জেলা ছাত্রলীগের উদ্দ্যোগে “আলোক প্রজ্জ্বলন ” করা হয়েছে। ৭ অক্টোবর বুধবার সন্ধ্যায় বগুড়া জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সারাদেশব্যাপি ধর্ষণ ও নারী নির্যাতন ঘটনার প্রতিবাদে, নারীর প্রতি সহিংসতা বন্ধে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবীতে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির কর্মসূচির অংশ হিসাবে বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি নাইমুর রাজ্জাক তিতাস ও সাধারণ সম্পাদক আসীম কুমার রায়ের নেতৃত্বে “আলোক প্রজ্জ্বলন” করা হয়।

এসময় বগুড়া জেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতা কর্মীরা উপস্থিত ছিল।

বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি নাইমুর রাজ্জাক তিতাস বলেন : ধর্ষণের ক্ষেত্রে দ্রুত বিচার প্রয়োগ করে দৃশ্যমান সর্বোচ্চ শাস্তি প্রয়োগের মাধ্যমে কঠোর হুশিয়ারি স্মরণ করে দিতে হবে ধর্ষক নামের পশুদের। সেই সাথে সুখী সমৃদ্ধ উন্নয়নশীল বাংলাদেশে ধর্ষণ কে ইস্যু করে যারা বিশৃঙ্খলা তৈরী করে ক্ষমতায় আসার চিন্তা করে তাদেরও দিকে সতর্ক হওয়া উচিৎ।

এই বিভাগের অন্য খবর

Back to top button