খেলাধুলা

সার্জিও রামোস-রোনালদোর লড়াই শেষ হয়েছে ড্র’তে

পর্তুগালের এস্তদিও জোসে আলভালাদে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে স্পেনের সার্জিও রামোস আর পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো আবারও মুখোমুখি। নির্ধারিত ৯০ মিনিট শেষে রোনালদো এবং রামোসদের ম্যাচটি গোলশূন্য ড্র’তে শেষ হয়েছে।

রোনালদো রামোসের বিপক্ষে মাঠে মুখোমুখি হওয়ার কথা থাকলেও ম্যাচে তা হয়নি। কেননা প্রীতি ম্যাচ বলেই স্পেন অধিনায়ককে বিশ্রামে রাখেন লুইস এনরিকে। আর ম্যাচের শেষভাগে নামলেও তার আগে ক্রিস্টিয়ানো রোনালদোকে তুলে নেন ফার্নান্দো সান্তোস। তাই তো ম্যাচে একে অপরের বিপক্ষে মাঠের লড়াইয়ে মুখোমুখি হতে পারেননি।

ম্যাচের প্রথমেই পর্তুগালের জালে বল জড়িয়েই ফেলেছিল স্পেন, তবে শেষ পর্যন্ত পর্তুগিজ গোলরক্ষক রুই প্যাট্রিসিওর দুর্দান্ত সেভে সে যাত্রায় রক্ষা পায়। ম্যাচের দ্বিতীয় মিনিটের পর ৫ম মিনিটে গোলের আরও কাছে পৌঁছে যায় স্পেন। তবে দানি সেবায়োসের দুর্দান্ত থ্রু বল ড্যানিয়েল অলমো গোলে পরিণত করতে পারেনি। এরপর ম্যাচের ১১ ও ১২ মিনিটে যথাক্রমে সার্জি রবের্তো এবং সার্জিও রেগুলনের দুর্দান্ত দুই আক্রমণ বৃথা যায়।

ম্যাচের ৪৫ মিনিটে সবচেয়ে বড় সুযোগ হাতছাড়া করেন ক্রিস্টিয়ানো রোনালদো। জাও মোতিনহোর দুর্দান্ত ফ্রিকিক থেকে মাথা ছোঁয়ান রোনালদো। তবে বল গোলবরাবর রাখতে পারেননি তিনি। পোস্টের ঠিক বাইরে দিয়ে চলে গেলে প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যতে।

বিরতি থেকে ফিরে ম্যাচের ৫৩ মিনিটে গোলের দেখা প্রায় পেয়েই গিয়েছিলেন রোনালদো। স্প্যানিশ গোলরক্ষক কেপা আরিজাবালাগাকে বাঁ পায়ের জোরালো শটে পরাস্থ করেন রোনালদো। তবে গোলরক্ষককে পরাস্থ করতে পারলেও গোলবারে প্রতিহত হন তিনি। গোলবঞ্চিত রোনালদো, আর তাকে বঞ্চিত করল গোলবার।

ম্যাচের শেষ দিকে দুই আরও কিছু সহজ সুযোগ হাতছাড়া করলে কেউই আর গোলের দেখা পায়নি। এর মধ্যে অ্যাটলেটিকোর ১২৬ মিলিয়ন ইউরো মূল্যের ফরোয়ার্ড জাও ফেলিক্স গোলের সহজ সুযোগ হাতছাড়া করেন। আর এভাবেই স্পেন পর্তুগালের মধ্যকার ম্যাচটি গোলশূন্য ড্র’তে শেষ হয়।

এই বিভাগের অন্য খবর

Back to top button