উপজেলাকাহালু উপজেলা

কাহালুতে সবজি বহনকারী ট্রাকে ১০০ বোতল ফেনসিডিল সহ আটক ২

বগুড়ার কাহালুতে সবজি বহনকারী একটি ট্রাক হতে ১শ’ বোতল ফেনসিডিল সহ ২ মাদক ব্যাবসায়ীকে আটক করেছে কাহালু থানা পুলিশ।

গত বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যায় কাহালু থানার এসআই আশিকুর রহমান সঙ্গীয় অফিসার ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মুরইল ইউপির তুহিন ফিলিং স্টেশনের সামনে মাদকবিরোধী অভিযান চালায়।

এসময় বগুড়া-নওগাঁ মহাসড়কের দক্ষিণ পার্শ্বে পাকা রাস্তার উপর একটি পুরাতন সবজি বোঝাইকারী ট্রাকের ড্রাইভারের সিটের নীচে রাখা ১০০ বোতল ফেনসিডিল সহ মোঃ নুরুজ্জামান (৩৫) ও মোঃ আরজু (২৪) নামের দুই মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করে এবং ট্রাকটি জব্দ করে।

কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিয়া লতিফুল ইসলাম জানান, ‘গ্রেফতারকৃত আসামীরা পেশাদার মাদক ব্যাবসায়ী। তারা দীর্ঘদিন ধরে তাদের থানা ও আশেপাশের এলাকায় মাদক বিক্রি করে আসছিল।’

তাদের বিরুদ্ধে কাহালু থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানায় এই কর্মকর্তা।

এই বিভাগের অন্য খবর

Back to top button