বগুড়া সদর উপজেলা
বগুড়ায় পূজা উদযাপন পরিষদের উদ্যোগে শঙ্খধ্বনি ও উলুধ্বনি প্রতিযোগিতা
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বগুড়া জেলা শাখার উদ্যোগে শঙ্খধ্বনি ও উলুধ্বনি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা কার্যালয় সনাতন ধর্ম মন্দিরে দিলীপ কুমার দেবের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী।
অনুষ্ঠানে প্রথম থেকে তৃতীয় স্থান অধিকারীরা রাজশাহীতে অংশগ্রহণ করবেন।
তদ্পর্বতী কেন্দ্রীয় কমিটির আয়োজনে ঢাকাতে চুড়ান্তভাবে অনুষ্ঠিত হবে। সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাগর কুমার রায়।
বিচারক হিসাবে উপস্থিত থেকে অনুষ্ঠানের সার্বিক দায়িত্ব পালন করেন চঞ্চল মোহন রায়, প্রদ্যুৎকুমার চাকী, বিলাসী রাণী সরকার, পরিমল প্রসাদ রাজ,
সমর দাস, আশীষ রায় তাপস, কুমার নিয়োগী।