আন্তর্জাতিক খবর
২০২০ নোবেল শান্তি পুরস্কার পেলো ‘বিশ্ব খাদ্য কর্মসূচি’
২০২০ সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী হিসেবে জাতিসংঘের ‘বিশ্ব খাদ্য কর্মসূচি’ (ডব্লিউএফপি) এর নাম ঘোষণা করা হয়েছে। শুক্রবার (০৯ অক্টোবর)
নোবেল শান্তি পুরস্কারের জন্যে কেন বেছে নেওয়া হল এই সংস্থাকে?
তা স্পষ্ট করে জানিয়ে দিয়েছে প্রাইজ কমিটি। বলা হয়েছে, সারা বিশ্বে ক্ষুধার জ্বালা মেটাতে, যুদ্ধ বিধ্বস্ত এলাকায় শান্তি ফিরিয়ে আনার অক্লান্ত চেষ্টা এবং এই ক্ষুধার জ্বালা হিংসা ও যুদ্ধ ছড়ানোর হাতিয়ার হিসেবে ব্যবহার করতে দেওয়ায় বাধা দেওয়ার সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছে এই সংস্থা। তারই স্বীকৃতি হিসেবে নোবেল শান্তি পুরস্কার তুলে দেওয়া হল বিশ্ব খাদ্য কর্মসূচীর হাতে।