বগুড়া সদর উপজেলা

ধর্ষনের বিরুদ্ধে নিজ জায়গা থেকে আন্দোলন

“বিচার নেই ধর্ষকের, চারিদিকে ধর্ষনের উৎসব”
“এ কেমন রাষ্ট্র আমার, ধর্ষিতারই কলঙ্ক সব”

বগুড়ার শিক্ষার্থী তাসনিয়া তাসনিম শ্রুতি। বগুড়ায় সরকারী আজিজুল হক কলেজ থেকে ২০১৮ সালে এইচ এস সি পাশ করে বর্তমানে একটি সরকারী বিশ্ববিদ্যলয়ের শিক্ষার্থী।


সারাদেশের ধর্ষন ও নারী নিপীড়নের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবিতে বগুড়ায় লড়াই করে যাওয়া আন্দোলনের প্রথমদিন থেকে ২/৩ জনের একজন তিনি। যিনি সামনে থেকে উদাহারণ হয়ে দাঁড়িয়ে যাচ্ছেন প্রতিনিয়ত।

শিক্ষার্থী আন্দোলনের ২য় দিনে গতকাল তিনি নিজ জায়গা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আন্দোলন গড়ে তোলার এক দৃষ্টান্ত তৈরী করেছেন বগুড়ায়।

তারএসদ দাবি আদায়ের জন্য এমন রাস্তায় এবং নিজ জায়গা থেকে সামজিক যোগাযোগ মাধ্যমে আন্দোলন মনে করিয়ে দেয় কবিগুরুর সেই কথা, যা দ্বারা আজ আমরা সকলেই ধর্ষক হয়েছি। কথাটি হলো,
” অন্যায় যে করে আর অন্যায় যে সহে/ তব ঘৃণা যনে তারে তৃণসম দহে”

আর সে জন্যই হয়ত তিনি প্রতিনিয়তই নিজেকে অন্যায় থেকে রক্ষা করার জন্য বিভিন্ন পন্থা অবলম্বনে ব্যস্ত হয়ে পড়েছেন।

শিক্ষার্থী তাসনিয়া তাসনিম শ্রুতি বলেন, যে নরপশুরা ধর্ষণ করছে তারা যেমন অপরাধী, তেমনি সে অপরাধ সহ্য করে আমরাও অপরাধী হচ্ছি। তাই প্রতিবাদ করা উচিত। সবাই যদি যার যার জায়গা থেকে প্রতিবাদের আওয়াজ তুলি, তাহলে ধর্ষণব্যাধি থেকে সমাজকে মুক্ত করা যাবে।’ ধর্ষনের মত এমন জঘন্য কাজ আমাদের দেশে এখন রীতিতে পরিনত হয়েছে যা আমাদের নারীদের জন্য ভয়াবহ পর্যায়ে। এমন জঘন্য কাজের শাস্তি আইনের সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত। আমি চাই ধর্ষণ প্রমানিত হলেই তার শাস্তি দ্রুত মৃত্যুদন্ড দেয়া হোক। তাছাড়া আমাদের দেশের প্রধানমন্ত্রী নিজেও নারী তাই আমি বিশ্বাস করি উনি আমাদের দাবিগুলোকে অবশ্যই মানবেন এবং ধর্ষকের সর্বচ্চো শাস্তি পরিবর্তন করে মৃত্যুদন্ড সর্বোচ্চ শাস্তি ঘোষণা করবেন। আমি আমার জায়গা থেকে আন্দোলন অব্যহত রেখেছি। আমি চাই সমাজে সবাই আমার মত তাদের আন্দোলন নিজ জায়গা থেকে এভাবেই প্রতিনিয়ত গড়ে তুলে আন্দোলন অব্যাহত রাখুক।

এই বিভাগের অন্য খবর

Back to top button