খেলাধুলা
ছেলে সন্তানকে সামনে আনলেন ক্রিকেটার মেহেদী মিরাজ
ভক্তদের সুখবরটা আগেই দিয়েছিলেন ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ। পুত্রসন্তানের বাবা হয়েছেন তিনি। এবার নতুন অতিথিকে প্রকাশ্যে আনলেন এই অফস্পিনার। সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলের ছবি পোস্ট করেছেন মিরাজ।
শনিবার (১০ অক্টোবর) মিরাজ ও রাবেয়া আক্তার প্রীতির ঘর আলো করে জন্ম নেয় পুত্রসন্তান। সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের এই সুসংবাদ নিজেই জানিয়েছেন মিরাজ।
নতুন অতিথি আসার খবর জানিয়ে মিরাজ লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ! আনন্দের সহিত জানাচ্ছি যে, আজ আনুমানিক সকাল ১০টার সময় আমি পুত্রসন্তানের বাবা হয়েছি। আমার প্রথম সন্তানের জন্য সবাই দোয়া করবেন। সকল প্রশংসা মহান আল্লাহতায়ালার।’