শিবগঞ্জ উপজেলা
বগুড়ার মোকামতলায় ধর্ষণ ও নির্যাতন বিরোধী সমাবেশ, মানববন্ধন
বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার মোকামতলায় ধর্ষণ ও শিশু নির্যাতন প্রতিরোধের দাবিতে ‘প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন’।
মোকামতলা প্রেস ক্লাবের সদস্য, আবু জাফর ইকবালের সভাপতিত্বে উক্ত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বিভিন্ন স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।
উক্ত সমাবেশ ও মানববন্ধনে বক্তব্য রাখেন, মোকামতলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের দর্পণের মোকামতলা প্রতিনিধি আপেল মাহমুদ।
মোহনা টিভির বগুড়া জেলা প্রতিনিধি আতিক রহমান, দৈনিক মানবজমিনের শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি খালিদ হাসান।
শিক্ষার্থী- গোলাম মোস্তফা, নাঈম, শান্ত কুমার, রাতুল হাসান, আবু বক্বর, ইফতি, ছিদ্দিক, প্রিয়তোষ, সোহান, তুহিন ও জিতু, রাকিব, সম্রাট, মিনহাজ , হালিম, শাহানাজ, হীরা প্রমূখসহ বিভিন্ন স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।