খেলাধুলা
রাজস্থান রয়্যালসকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে দিল্লি ক্যাপিটালস

রাজস্থান রয়্যালসকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে দিল্লি ক্যাপিটালস। জফরা আর্চার ও রাহুল তেভাটিয়ার নিয়ন্ত্রিত বোলিংয়ের পরেও ১৮৪ রান সংগ্রহ করে দিল্লি। রানে রাজস্থানকে ১৩৮ রানে অলআউট করে ৪৬ রানের জয় পেয়েছে তারা। অলরাউন্ড পারফর পারফর্ম প্রদর্শন করেছেন দিল্লির মার্কাস স্টয়নিস।
সংক্ষিপ্ত স্কোরাঃ
দিল্লি ক্যাপিটালস ১৮৪/৮ (২০ ওভার)
হেটমায়ার ৪৫, স্টয়নিস ৩৯, পৃথ্বী ১৯, অক্ষর ১৭;
আর্চার ৩/২৪, তেভাটিয়া ১/২০।
রাজস্থান রয়্যালস ১৩৮/১০ (১৯.৪ ওভার)
তেভাটিয়া ৩৮, যশস্বী ৩৪, স্মিথ ২৪
রাবাদা ৩/৩৫ স্টয়নিস ২/১৭, অশ্বিন ২/২২
ফলাফল: দিল্লি ক্যাপিটালস ৪৬ রানে জয়ী।