বগুড়া শাজাহানপুরে বাড়িতে ঢুকে মালামাল লুটে ব্যর্থ হয়ে যুবককে হত্যা
বগুড়ার শাজাহানপুরে বাড়িতে ঢুকে মালামাল লুট করতে ব্যর্থ হয়ে শিপন (৩৩) নামে এক বাকপ্রতিবন্ধী যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা।
০৯ অক্টোবর শুক্রবার রাত ১০.৩০ ঘটিকায় শাজাহানপুর উপজেলার গোহাইল ইউনিয়নের আতাইল গ্রামে মৃত রশিদ ড্রাইভারের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত শিপন আতাইল গ্রামের দিলবর হোসেনের ছেলে।
তার ফুফা রশিদ ড্রাইভার মৃত্যুর পর থেকে সে তার ফুফুর বাসাতে থাকতো।
তার ফুফু আম্বিয়া বগুড়া লাইভকে জানান, তিনজন দুর্বৃত্ত বাড়িতে ঢুকে প্রথমে তাকে হাত মুখ বেধে রাখে। তখন শিপন চিৎকার শুরু করলে দুর্বৃত্তরা তার হাত পা বেধে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়।
খবর পেয়ে বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী ও শাজাহানপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান: দুর্বৃত্তরা একটি মোবাইল ফোন ছাড়া অন্য কোন মালামাল লুট করতে পারেনি।