খেলাধুলা

ইউক্রেনকে হারিয়ে উয়েফা নেশনস লিগে জার্মানির জয়

উয়েফা নেশনস লিগের শুরুটা ভালো হয়নি জার্মানদের। গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচেই ড্র করে পয়েন্ট খুয়িয়েছে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা।

অবশেষে গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে এসে জয়ের দেখা পেল জোয়াকিম লোর দল। ইউক্রেনের ঘরের মাঠ কিয়েভে ম্যাথিয়াস গিন্টার এবং লেওন গোরেতজেকার গোলে ২-১ ব্যবধানে জয় পেয়েছে ডাই ম্যানশকাফটরা।

এই জয়ে উয়েফা নেশনস লিগে ১, গ্রুপ ৪’র দ্বিতীয় স্থানে উঠে এসেছে জার্মানি। ৩ ম্যাচে ২ ড্র এবং ১ হয়ে ৫ পয়েন্ট নিয়ে ২য় স্থানে জার্মানি। আর সমান ম্যাচে ২ জয় আর ১ ড্র’তে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে স্পেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button