তিন দলের টুর্নামেন্টে ৩৬ লক্ষাধিক টাকার প্রেসিডেন্ট’স কাপ
মিরপুর শের-ই-বাংলায় গড়াচ্ছে তিন দলের ওয়ানডে টুর্নামেন্ট প্রেসিডেন্ট’স কাপ। ডাবল লিগ পদ্ধতির এই টুর্নামেন্টে লিগ পর্বে তিন দল; তামিম ইকবাল একাদশ, মাহমুদউল্লাহ রিয়াদ একাদশ ও নাজমুল হোসেন শান্ত একাদশ দুইবার করে একে অপরের মুখোমুখি হবে। টুর্নামেন্টের প্রাইজমানি হিসেবে থাকছে মোট ৩৬ লাখ ৭৫ হাজার টাকা।
শনিবার (১০ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি।
বিসিবি থেকে জানা গেছে, টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল ১৫ লাখ, রানার-আপ দল সাড়ে ৭ লাখ, ম্যান অব দ্য সিরিজ ২ লাখ, সিরিজ সেরা ব্যাটসম্যান, বোলার, ফিল্ডার ও ম্যান অব দ্য ফাইনাল ১ লাখ করে, লিগ পর্বের ৬ ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ ৫০ হাজার, ৭ ম্যাচের সেরা ব্যাটসম্যান, বোলার ও ফিল্ডার ২৫ হাজার করে টাকা পাবেন।
রোববার (১১ অক্টোবর) দুপুর দেড়টায় পর্দা উঠছে বহুল প্রতিক্ষীত এই টুর্নামেন্টের। উদ্বোধনী ম্যাচে মাহমুদউল্লাহ রিয়াদ একাদশের মোকাবিলা করবে নাজমুল হোসেন শান্ত একাদশ।
মাহমুদউল্লাহ একাদশ:
মাহমুদউল্লাহ (অধিনায়ক), নাঈম শেখ, লিটন কুমার দাস, মুমিনুল হক, মাহমুদুল হাসান, নুরুল হাসান সোহান, সাব্বির রহমান, ইমরুল কায়েস, হাসান মাহমুদ, এবাদত হোসেন, রুবেল হোসেন, মৃত্যুঞ্জয় চৌধুরী, মেহেদি হাসান মিরাজ, রাকিবুল হাসান, আমিনুল ইসলাম বিপ্লব।
স্টান্ডবাই: আবু হায়দার রনি, সানজামুল ইসলাম ও হাসান মুরাদ।
নাজমুল একাদশ:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, আফিফ হোসেন ধ্রুব, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, ইরফান শুক্কুর, পারভেজ হোসেন ইমন, তাসকিন আহমেদ, আল-আমিন হোসেন, আবু জায়েদ রাহি, মুকিদুল ইসলাম, নাঈম হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন।
স্টান্ডবাই: সুমন খান, সাদমান ইসলাম ও তানভির ইসলাম।
তামিম একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, শাহাদাত হোসেন, ইয়াসির আলী রাব্বি, আকবর আলী, এনামুল হক বিজয়, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, মেহেদী হাসান, তাইজুল ইসলাম ও মিনহাজুল আবেদীন আফ্রিদি।
স্টান্ডবাই: শফিকুল ইসলাম, মাহিদুল অঙ্কন ও মেহেদী হাসান রানা।