সোনাতলা উপজেলা

বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন এমপি সাহাদারা মান্নান

বগুড়া জেলার সোনাতলা উপজেলায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান।

শনিবার সোনাতলা উপজেলার মধুপুর, জোড়গাছা, পাকুল্লা, সোনাতলা সদর ইউনিয়ন এবং পৌর এলাকার দুই হাজার ৩৮৭ পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

এসময় পৌর মেয়র জাহাঙ্গীর আলম নান্নু আকন্দের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মিনহাদুজ্জামান লিটন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান, প্যানেল মেয়র তাহেরুল ইসলাম সরকার, পাকুল্লা ইউপি চেয়ারম্যান জুলফিকার রহমান শান্ত, মধুপুর ইউপি চেয়ারম্যান অসীম কুমার জৈন নতুন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহিদুল বারী খান রব্বানী ও সাংগঠনিক সম্পাদক নবীন আনোয়ার প্রমুখ।

এই বিভাগের অন্য খবর

Back to top button