খেলাধুলা
দিল্লিকে ৫ উইকেটে হারিয়ে মুম্বাই এর বড় জয়
আইপিএল এ ২৭তম ম্যাচে মুখোমুখি মুম্বাই ইন্ডিয়ান্স আর দিল্লি ক্যাপিটালস। দিল্লির ১৬৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুই বল হাতে রেখেই ৫ উইকেটের জয় তুলে নেয় মুম্বাই ইন্ডিয়ান্স।
সংক্ষিপ্ত স্কোরঃ
দিল্লি ক্যাপিটালস: ১৬২/৪; ২০ ওভার; (ধাওয়ান ৬৯*, আইয়ার ৪২); (পান্ডিয়া ২/২৬; বোল্ট ১/৩৬)
মুম্বাই ইন্ডিয়ান্স: ১৬৬/৫; ১৯.৪ ওভার; (ডি কক ৫৩, যাদব ৫৩); (রাবাদা ২/২৮, প্যাটেল ১/২৪)
ফলাফল: মুম্বাই ইন্ডিয়ান্স এর জয় ৫ উইকেটে।