বগুড়া সদর উপজেলা

বগুড়ায় পানিতে ডুবে এক কন্যা শিশুর মৃত্যু

বগুড়ায় পানিতে ডুবে এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে।
সদর উপজেলার শাখারিয়া চালিতাবাড়ি গ্রামের সন্ধ্যায় ঘটনা টি ঘটে।

১২ অক্টোবর (সোমবার) সন্ধ্যা ৭টায় স্থানীয় জনগণ বগুড়া সদর থানার শাখারিয়া ইউনিয়নের চালিতাবাড়ি গ্রামের নূরুইল বিলের পাশে একটি ডোবা থেকে তাকে উদ্ধার করা করে।

মৃত শিশুটি চালিতাবাড়ি গ্রামের মোঃ আলমগীর হোসেনের মেয়ে মোছাঃ অনিতা খাতুন (০৯)।

স্থানীয়রা জানান, বেলা ১১টার দিকে বাড়ি থেকে বের হয়ে খেলা ধুলা করতে বাহিরে যায়। বেশ কিছুক্ষন তাদের দেখতে না পেয়ে নিকটাত্মীয় সবার বাড়িতে খোঁজাখুঁজির পর স্থানীয়রা পুকুরে বা বন্যায় প্লাবিত কিছু বসতির আশেপাশে খোঁজাখুঁজি করতে শুরু করে।
অবশেষে তারা শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়।

শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের মাতম নেমে এসেছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button