বগুড়ায় শীতকালীন সবজির চারা উৎপাদনে সফলতা
বগুড়ার শাজাহানপুরে শীতকালীন সবজি চারা উৎপাদন করে ব্যাপক সাড়া ফেলেছে নার্সারিগুলো। দূর-দূরান্ত থেকে শীতকালীন সবজির চারা কিনতে এই নার্সারী পল্লীতে আসছে অনেকে। চারা উৎপাদনে সব রকম সহযোগীতা করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
চারা উৎপাদন ও পরিচর্যায় চাষীদের সব রকম পরামর্শ ও সহযোগীতা করা হচ্ছে বলে জানিয়েছে কৃষি বিভাগ।
অধিকাংশ নার্সারিতে এখন উচ্চ ফলনশীল জাতের শীতকালীন হাইব্রিড সবজির চারা উৎপাদনের ব্যস্ততা। মরিচ, ফুলকপি, বাঁধা কপি, পেপে, টমেটো, বেগুনসহ সব ধরনের সবজির চারা এখানে উৎপাদন করা হয়। যা সরবরাহ হচ্ছে সিরাজগঞ্জ, পাবনা, মানিকগঞ্জ, জামালপুর, দিনাজপুর, গাইবান্ধা, রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়সহ অন্তত ৩৫টি জেলায়।
শাহজাহানপুরসহ এর আশপাশ এলাকায় ছোটবড় প্রায় দুই শতাধিক নার্সারি গড়ে উঠেছে। প্রতিদিন এসব নার্সারিতে শীতকালীন সবজি চারা কিনতে আসছেন দূর-দূরান্তের সবজি চাষীরা এবং পরিচর্যার জন্য স্থানীয়রা ছাড়াও দূর দূরান্ত থেকে শ্রমিকরা এসে কাজ করছেন। সৃষ্টি হয়েছে নতুন কর্মসংস্থানের।