আইসিসি’র নতুন চেয়ারম্যান নির্বাচন ডিসেম্বরে
![](https://boguralive.com/wp-content/uploads/2020/10/Screenshot_20201013-084346_copy_780x405.png)
গত জুলাইয়ের ১ তারিখ টানা দুই মেয়াদে দায়িত্ব পালন শেষে আইসিসি’র চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়ান শশাঙ্ক মনোহর। আর এরপর থেকেই প্রায় চার মাস ধরে খালি রয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার প্রধানের পদ। যদিও নতুন চেয়ারম্যান নির্বাচিত হওয়ার আগে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ এই নিয়ন্ত্রক সংস্থার অন্তবর্তীকালীন দায়িত্ব পালন করছেন ডেপুটি ইমরান খাওয়াজা।
তবে এতদিন ধরে চেয়ারম্যান নির্বাচনের পথই নিশ্চিত করতে পারছিল না আইসিসি। আর তাই তো নতুন চেয়ারম্যান নির্বাচনেও বিলম্ব হচ্ছিল। অবশেষে আইসিসি’র পক্ষ থেকে সংবাদ এল তারা নির্ধারণ করে ফেলেছেন কীভাবে নতুন চেয়ারম্যান নির্বাচন হবে। আর তা অনুষ্ঠিত হবে আসন্ন ডিসেম্বরেই।
সোমবার (১২ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে আইসিসি।
আইসিসি নিশ্চিত করেছে যে পরবর্তী সভাপতির নির্বাচনের প্রক্রিয়া চলছে এবং ডিসেম্বরের প্রথম দিকেই এটি সমাপ্ত হবে বলে আশা করা হচ্ছে। নতুন চেয়ারম্যান নির্বাচনের পক্রিয়াটি অডিট কমিটির স্বতন্ত্র চেয়ারম্যানের তত্ত্বাবধানে চলছে। আইসিসি’র সংবিধানে বলা আছে, সংস্থাটির চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ার যোগ্য হতে হলে সম্ভাব্য প্রার্থীকে অবশ্যই আইসিসি’র সাবেক অথবা বর্তমান বোর্ড পরিচালক হতে হবে। এবং মনোনয়ন আগামী ১৮ অক্টোবর ২০২০ সালের মধ্যে নিশ্চিত করতে হবে।